ঝিনাইদহের এমপি কলকাতায় খুন

Published 2024-05-24
সরকারি এমপি খুনের পেছনে কি ক্ষমতা ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডোগোল? এমপি আনার কেন পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন? বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত অপরাধীদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নিচ্ছে দুই দেশের সরকার?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: ঝিনাইদহের এমপি কলকাতায় খুন৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন জাতীয় পার্টির সাবেক এমপি শামীম হায়দার পাটোয়ারী এবং ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরাফাতুল ইসলাম৷

#এমপি #রাজনীতি #খালেদমুহিউদ্দীন

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

All Comments (21)
  • প্রিয় দর্শক, তদন্তের প্রাথমিক পর্যায়ে সন্দেহভাজনের নাম ও পরিচয় পুলিশের প্রকাশ করা উচিত নয় বলে মনে করেন জাতীয় পার্টির সাবেক এমপি শামীম হায়দার পাটোয়ারী৷ আপনারও কি তাই মনে হয়?
  • সোহানের মা,এর ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
  • @shafiqahmed6358
    সোহানের মায়ের আর্তনাদ বুকফাটা কান্না আল্লাহ কবুল করেছে,,,,,,আমিন আমিন আমিন,,,,আল্লাহর বিচার সমান সমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
  • @AzamKhan-jv1hy
    সোহানের মায়ের মতো অনেকের দোয়া আললাহ হয়তো কবুল করেছেন
  • সোহানের মা দোয়া কবুল হয়ে ছে আলহামদুলিল্লাহ্
  • @user-tu9ns2eg3f
    সোহানের মায়ের দোয়া কবুল হলো।
  • @nazmulisalm2821
    🎉তাহলে বোঝা যায় সৃষ্টি কর্তা সোহানের মায়ের দোয়া কবুল করেছেন। তার লাশ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না❤❤ আলহামদুলিল্লাহ
  • @lifesgood8658
    পাটোয়ারী সাহেব মিডিয়ার এথিক্স নিয়ে প্রশ্ন করছেন, একজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট নোটিশ থাকার পরেও কিভাবে জাতীয় সংসদের সদস্য হয়!! এখানে এথিক্স গেল কই??
  • এমপি আনার জয় বাংলা হয়েছে কার কার ভালো লাগছে লাইক দিন
  • @arfinislam4428
    বাংলার জমিন থেকে একটা জানোয়ার চলে গিয়েছে এটা নিয়ে সাধারণ মানুষের কোন কোন আক্ষেপ নেই।
  • @rabinpaul5957
    খালেদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই বলেছেন একটা আবাসিকে এইভাবে এতো লোকজন যাতায়াত করলেন আবাসিকের নিরাপত্তা কর্মিরা কি করছিলেন। নাকি বাংলাদেশের স‍্যালুট মানিতে ভুলে গিয়েছিল।
  • আমি বাংলাদেশকে ভালোবাসি। পশ্চিমবঙ্গ থেকে বলছি।
  • @user-fj6ry5no5x
    সোহানের মা মজলুম ছিলো ওনার দু”আ আল্লাহ্ কবুল করছে।
  • @mostafamiah4351
    উনার কর্ম হিসাবে ফল পেয়েছেন "যেমন কর্ম তেমন ফল"
  • @TAREK_M_D
    খালেদ স্যার আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন কাউকে ছাড় দেন না। ধন্যবাদ
  • অনেক ধন্যবাদ, মহিউদ্দিন ভাই এত সুন্দর করে বাস্তবিক কিছু বিষয় তুলে ধরার জন্য
  • জনাব খালেদ স্যার, যথাবিহিত সম্মানপ্রদর্শন পূর্বক আপনাকে জানাতে চাচ্ছি যে এরকম চরিত্রহীন,দুর্নীতিবাজ,চোরাকারবারি এবং অনেক মানুষ হত্যার আসামি এরকম একজন মানুষকে নিয়ে এ টক শো আয়োজন করা উচিত হয়নি।
  • খুব সুন্দর উপস্থাপনা, ভালো থাকবেন সবাই 🙏🏼🙏🏼🙏🏼
  • শামিম হাসান পাটোআরি+আনোয়ারুল আযিম একই রকম। আলোচনায় বুঝলাম। ধন্যবাদ
  • @mohimenul6222
    আলহামদুলিললাহ্ শিবির কর্মীর মায়ের অভিশাপ