আজ ইনুই পারলো এতো বড় মনের ইচ্ছে পূরণ করতে"😂💖কাল আমরা ঈদ করতে যাচ্ছি ?🌙🕌 কি মজা আজ অনুষ্ঠানে যাচ্ছি"🤩

21,497
0
Published 2024-06-14
আজ ইনুই পারলো এতো বড় মনের ইচ্ছে পূরণ করতে"😂💖কাল আমরা ঈদ করতে যাচ্ছি ?🌙🕌 কি মজা আজ অনুষ্ঠানে যাচ্ছি"🤩

🔹inOut Life Official Email Id 📩 [email protected]

Please Join Us on Facebook & Instagram 👇🏽
------------------------------------------------------------------------------------------------------
Facebook id-www.facebook.com/kollive.wb
Instagram id-www.instagram.com/kollive.vlog

All Comments (21)
  • @happyhappy6284
    তবে ইনায়ার বাবার যাওয়া উচিত না শুধু ইনায়া আর শাফি যাক।কুরবানির ঈদ পুরুষের বাড়িতে অনেক কাজ থাকে এইজন্যই নিজের বাড়িতে করা উচিত তাছাড়া কোন বিষয় না
  • বিয়ের পর বাবার বাড়িতে ঈদ করতে পারা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ইনায়ার জীবনের প্রথম বছরের ২ টা ঈদ করবে ২ পরিবারের সাথে, ইনশাআল্লাহ ❤️ রোজা ঈদ করলো দাদুর বাড়িতে আর এখন কুরবানির ঈদ করবে নানুর বাড়িতে ❤️
  • @Sanah850
    এটা প্রকৃতির নিয়ম নয়। এটা মানুষের নিয়ম। আমাদের ইসলামে শশুরবাড়ির ই কোনো নিয়ম নেই তো প্রকৃতির নিয়ম আবার কি। শশুরবাড়ির নিয়ম টা ভারতীয় সংস্কৃতি। তাই মেনে নিতে হয়েছে । ইসলাম উপদেশ দেয় বিয়ের পর স্বামী এবং স্ত্রী দুজনেই আলাদা হয়ে যাও । আলাদা মানে মা বাবা দের সম্পর্ক ত্যাগ করে দেওয়া নয়। আলাদা বাড়িতে থাকা । কারণ ইসলামের কথায় একটা বিয়েতে যখন দুটো মানুষ তাদের নিজের একটা আলাদা সংসার তৈরি করতে যাচ্ছে তাহলে তার জন্য দুজনকেই সমানভাবে কিছু ত্যাগ করা উচিত কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সেটা করেছে মেয়ে শুধু ত্যাগ করবে ছেলে কোন কিছু ত্যাগ করবে না।। শ্বশুর বাড়ির দায়িত্বটা একটা বৌমার উপর শরীয়তী নয় এটা সম্পূর্ণই সামাজিক ।তাই সব ঈদ শ্বশুরবাড়িতেই করতে হবে এরকম কোন মানে আমার মনে হয় না আছে। স্ত্রী যদি ভাবে যে একজন স্বামীর বাবা-মাকে ছেড়ে ঈদ করতে কষ্ট হবে তাই কখনো স্ত্রী তার স্বামীকে বলে না ঠিক তেমনি স্বামীরও ভাবা উচিত একজন মেয়েরও বাবা-মায়ের তার সন্তানের সাথে ঈদ করতে ইচ্ছে করে ।একটা মায়ের কাছে থাকার যে কি আনন্দ যারা মাকে ছেড়ে থাকে শুধু তারাই জানে। স্বামী প্রতিদিন সকালবেলা উঠে নিজের মা বাবা কে দেখতে পায় অথচ প্রতিটা স্ত্রীকে নিজের মা-বাবাকে ছেড়ে ঈদ করতে হয় ।আমি এটা মানতে পারিনা ।মেয়ের ও তো ইচ্ছে করে কোনদিন ঈদের সকালে উঠে তার মায়ের হাতের সীমাই খেতে। সকালে উঠে বাবার মুখটা দেখতে ।কেন সব সময় শ্বশুরবাড়িতে ঈদ করতে হবে ?! এর কোনো ইসলামী নিয়ম নেই। অবশ্যই শশুরবারির প্রতি ও দায়িত্ব থাকতে হবে।তবে সেটা সামাজিক দায়িত্ব কর্তব্য। দুঃখজনকভাবে পুরুষতান্ত্রিক সমাজএ পুরুষের থেকে মেয়ের উপরই এই দায়বদ্ধতা বেশি চাপানো হয়। সমাজ টা যেন শুধু মেয়ের জন্যেই তৈরী হয়েছে কিন্তু যেখানে আল্লাহ তাআলা নিজেই কোন দায়বদ্ধতা ,অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেননি সেখানে পুরুষদেরও বোঝা উচিত। সম্পর্কে সমানতা থাকাটা খুব দরকার। 'স্বামী বাবা মা কে ছাড়া ঈদ করবেনা। আর অন্যদিকে বিয়ের পর থেকে বৌ কে মা বাবার কাছে কোনো ঈদে যেতেও দেবেনা এটা আবার কেনো দ্বিচারিতা? একই জায়গায় হলে তাও মানা যায় । শশুরবাড়িতে ঈদ করে বিকেলে মায়ের বাড়ি যাওয়া যাবে কিন্তু যেখানে বাড়ি এতো দূরত্ব সেখানে একজন স্বামীর মধ্যে এই মানবিকতা বোধ টুকু থাকা উচিত।।
  • Nijer meye tar barite eid korbe shetar jonno meyer shoshur ke pls bole request korte hoye??😂 ajob family
  • @user-uv7mu9qp8n
    সবার চুল দাড়ি কাটা যাবে না এমন না। যার নামে বা যে কোরবানি দিবে সে কাটতে পারবে না।
  • @vlog_rinki4498
    দিদি তোমার পটল চিংড়ি রেসিপিটা বাড়িতে বানিয়ে ছিলাম অপূর্ব সুন্দর হয়েছে,Thank u didi ,রেসিপিটা দেওয়ার জন্য,যদি পার তাহলে তোমার মুরগী পোলাও এর রেসিপিটা একটু দিও না খুব ভালো হয় তাহলে
  • Didi tumi Babyhug premium bubble care diaper (white packet) ta use korte paro. Ota aaro valo. Ami amar meyer jonno use kori.
  • @moumimondal7695
    Je jai boluk didi tumi kan deo na go. Sotti jaman dar moto bor paoya vagger bepar. Jaman da besi kotha bole bolei tomar saradin eto valo lage ar eto kotha bole bolai tomar eto valo bondhu hote pereche.mon khule kotha bola ta khub dorkar. Ei vabe valo thako tomra sarajibon❤❤
  • Enjoy koro Maldai Qurbani r Eid. Happy Journey. Love 💖 you Inu.
  • @user-yw3hq4zo5y
    Tumi Inayar jonno asoni,rimir didi Mimi as6e bolai tmra chole escho,etai asol krn
  • @bsallinone5185
    Very nice vlog apa inu sona k onek ador sona baccha tomader sob vlog e khub sundor kalker jonno akhn theke excited love from barasat kazipara
  • সাফি তুমি কি আমার ম্যাসেজ পড়নি।অবশ্য তোমার ইচ্ছা। তোমার প্রতিটা vlog দেখি।তোমার নাম্বার এ ফোন করলে বার বার out of service বলছে। এইজন্য আমি একটু দুঃখ। যাক বিরক্ত করার জন্য sorry। তিনজনের জন্য অনেক আশীর্বাদ।
  • @tamannakhan9988
    Babyhug amio use korai Amr twins baby 7-8ta Diaper lage everyday
  • @moumidas6657
    ❤❤❤❤ amar o 2year baby ache..amio tmdr vdo dekhi sathe amr chocolate o tmdr vdo dakhe❤or inu ke khub valo lage khub ador kore tv scrn e❤1st cmnt safi di❤️❤️❤️