'ওইজা বোর্ড; by Humayuun Ahmed.

148,125
0
Published 2020-11-02
Humayun Ahmed's Legendary Drama 'Ouija Board'.
Cast: Abul Hayat, Dilara Jaman, Al Monsoor, Bipasha Hayat, Alena, Shila Ahmed, Tuhin

All Comments (21)
  • @omarfaruq1159
    আমাদের একজন হুমায়ূন আহমদ স্যার ছিল।যার সৃষ্টিকর্ম মধ্যবিত্তের আবেগ উচ্ছ্বাস এত নিপুণভাবে ফুটে উঠেছে, যা বিরল।
  • ইশ আগের দিনের নাটক কত ভাল ছিলো।ইউটিউবের জন্য নব্বই দশকের মানুষ না হয়েও নব্বই দশকের নাটক দেখতে পারছি। শিলা আহমেদ, বিপাশা হায়াত সহ সবার অভিনয় সুন্দর ছিলো। ৩০-১২-২০২০
  • @khalidahmed1595
    কী অসাধারণ মেকিং আর অভিনয়! আফসোস, বর্তমান কালের অপদার্থগুলো তো মনে হয় সেইম জিনিসের রিমেকও বানাতে পারবে না। 😢
  • @shamsunnaher07
    আমাদের ছোট বেলার দেখা নাটক। কত ভয় তখন পাইছিলাম,😊তবে 1997 এ আমাদের ঘরের একটা ফ্যান পরে যায়, পরার দুইমিনিট আগে ও আমার ছোট ভাই সেখানে বসা ছিল। সবাই বলছিল ঐ বছর কয়েকমাস আগের আমার দাদা মারা গেছে তাই ছোট খাট বিপদ তাড়া দিচ্ছিল। আহ কি স্মৃতি এই নাটকে রাতে দেখতাম আর ভয় এ শেষ অবস্থা তখন।
  • @tasmiasunny5165
    ঐজাবোর্ড নাটকটা সেই ৯৬/৯৭ সালে দেখেছি দুবার। শেষটা কখনো দেখতে পারিনি কারণ একটাই ভয় । এতোটাই ভয় পেতাম যে কি বলবো। সত্যি মনে হতো তখন । আজ সাহস নিয়ে দেখছি। ২০২২ সালে এসে । ইউটিউব না থাকলে হয়তো দেখাই হতো না
  • @chitro_premi
    ছোট বেলায় আবুল হায়াতের অভিনয় দেখলে বিরক্ত লাগতো ।এখন তার মতো নিখুঁত অভিনেতা বাংলায় খুঁজে পাওয়া দায়। বয়সের সাথে রুচির উন্নতি হয়।
  • @sumaarefin8033
    শিলা আহম্মেদ হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম! যদিও আমি আপনার নাটক গুলো ছোট বেলায় দেখিনি তবুও বলতে হয় You Have a Tallent Ma'am ❤❤❤
  • @user-ji7kt4kq2u
    এই নাটকটি ছোটোবেলায় দেখেছিলাম।নাম মনে করতে পারছিলাম না।সিনে পয়জনের কারনে নাটকটি আবার খুজে পেলাম।
  • @user-zp5uv3cd9u
    আমি তখন খুবযে খুবই ছোট just একটা জিনিস ই মনে ছিল যে নাটকের মধ্যে ফ্যান খুলে পড়ছিলো এতো ছোট ছিলাম but ফ্যান খুলে পড়া টা আজীবন মনে থেকে গেল
  • ছোটবেলায় নাটকটা দেখেছিলাম। পুরো নাটকটা তেমন মনে ছিল না, তবে আবছা আবছা। কিন্তু ফ্যান পরার ঘটনাটা মনে ছিল এবং অনেক লম্বা সময় পর্যন্ত রাত্রে ঘুমাতে গেলে ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম আবার খুলে পড়ে যায় কিনা। যাক, নাটকটা দেখা হয়ে গেল।
  • @Ahmed-cn5ge
    ভূতের গলায় আবুল হায়াত এর অভিনয় ভালো হয়েছে।।। 😍😍😍
  • @sd19862008
    দারুন গল্প , অসাধারণ অভিনয় সকলের। শীলা আহমেদকে খুব কিউট আর বিপাশা কে খুব সুন্দর লেগেছে।
  • রাত বাজে আড়াইটা,৷ মাত্র শেষ দিলাম নাটক।।খানিকটা ভয় অনুভব করছি।।এতো সুন্দর গল্প হুমায়ুন আহমেদ এর পক্ষে লেখা সম্ভব ছিলো।
  • @jamesblayer7561
    যখন জুম স্কাইপি ফেসবুক ছিল না। তখন কয়েক মাস পর বিদেশ থেকে একট চিঠি আসত সবাই মিলে পড়ত। হয়ত এমন ই হত। সেই চিত্র ই চিত্রায়িত হয়েছে।
  • তখন এই নাটকটি দেখে কি ভয়ই না পেয়েছিলাম! আজ আর তেমন লাগলনা। তাহলে সত্যি শৈশব হারিয়ে গেছে। তবে অনেক স্মৃতি মনে পড়লো আর ঝড়লো কিছু অশ্রু। 😢😥
  • @mdshema417
    গল্পে বইটি পরেছিলাম,, আম্মু বলল এটা না-কি নাটক আছে,,,,আজকে দেখলাম,,,,সত্যিই অন্যরকম একটা নাটক,,,, হূমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক,,,
  • @ManikMian-st3pz
    হুমায়ুন স্যারের মতন এমন সুন্দর নাটক আর কখনো কেউ বানাতে পারবে না।
  • @syedahmed6249
    ৯৫ সালে বিটিভিতে দেখেছিলাম, মোটামোটি ভয়'ই পেয়েছিলাম তখন।
  • @MdAsadul-kq4zg
    কি নাটক দেখলাম রে ভাই,,, মাথাই নস্ট,,,অসাধারণ অভিনয় বরাবরই হুমায়ন স্যার নাটক আমার ভালো লাগে