ভারতের যে গ্রামে বাস করে ৬০দেশের মানুষ || যেখানে সব পেশার মানুষের বেতন সমান || Auroville Village

2,064,601
0
Published 2022-11-07
অরোভিল এমন একটি গ্রাম, যেখানে কোনো রাজনীতি নেই, কোনো দারিদ্র্য নেই, অপরাধ নেই, এমনকি টাকার নোটও নেই। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক দেশের মানুষ একটি গ্রামে বসবাস করছে সুখে-শান্তিতে।

Contact :
[email protected]

#Auroville #অরোভিল

All Comments (21)
  • আমার কাছে এই ভিডিওটি এতই ভালো লাগছে যে এই পর্যন্ত আমি 6 থেকে 7 বার দেখলাম। ইচ্ছে করছে এই যান্ত্রিক শহর ছেড়ে অরোভিল গ্রামে থাকি। আমার মতো কে কে দেখছেন এই ভিডিওটি এতবার?
  • @Arafat-my6fe
    "হে অরবিন্দ, রবীন্দ্রের লহ নমস্কার" আপনার উপস্থাপনা অসাধারণ। 🖤
  • যেখানে নেই কোনো ধর্ম, কোনো বর্ণ ,কোনো রাজনীতি,ধনী গরীব,এরকম arovila যদি প্রতিটি গ্রামেই থাকতো তবে মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কান্না থাকতো না । থাকতো শুধু ভালোবাসা, শান্তি। সুমন দা কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গ্রামের চিত্র তুলে ধরার জন্য।
  • বৈচিত্র্যময় ভারত। ১টি বিশাল অজানা বিষয় জানলাম সালাউদ্দিন সুমনের মাধ্যমে। ধন্যবাদ সুমনকে।
  • ভারতের বাসিন্দা হওয়া সত্ত্বেও এমন একটি গ্রামের বিষয়ে জানতাম না। ভাই সুমন সেই অজানা শান্ত শীতল মনমুগ্ধকর গ্রামের কথা তোমার কাছ থেকে জানলাম। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
  • অনেক সুন্দর! দেখে যা বুঝতে পেরেছি এটি হল একটি আশ্রম, যেখানে আধ্যাত্মিকতা চর্চা করে উন্নত করা হয় মানুষের মন ও মনুষ্যত্ব,,, ধন্যবাদ অনেক ধন্যবাদ
  • @anjalidas7625
    বেতন সমান , কোনো ঝামেলা নেই। কেউ বড়ো ছোটো নেই। আর যোগ সাধনার মাধ্যমে মানবাত্মার উন্নতি সেইতো ভারতের প্রাচীন শিক্ষা।
  • দাদা আপনি একটা অপূর্ব জায়গার সঙ্গে পরিচয়ের করিয়ে দিলেন।পন্ডিচেরি আশ্রমের নাম তো বহু পরিচিত,কিন্তু এই গ্রাম নির্মানের যে একটা এমন মহৎ উদ্দেশ্য আছে তা জানা ছিলো না।হায়!!!যদি পুরো পৃথিবীজুড়েই এমন গ্রাম থাকতো,যেখানে রাজনীতি আর ধর্মের বাঁধন থাকতো না ,তাহলে বোধ হয় প্রতিটি মানুষ ই এই পৃথিবীকেই স্বর্গ রূপে দেখতো।
  • @Firoz900
    অওরোভিলের ভিডিও দেখে বুকটা হাহাকার করে উঠলো। জায়গাটি সত‍্যি মায়াবী। মনেহয় প‍ৃথিবী থেকে অনেক দুরের কোন গ্রহের মায়াময় দেশ।
  • অরোভিল সারা পৃথিবী জুড়ে হোক, যুদ্ধ নয় শান্তি হোক পৃথিবীর মানুষের
  • @shyamalpaul4844
    শ্রদ্ধেয় স্ত্রী ঋষি অরবিন্দের এবং শ্রীমার প্রচেষ্টায় এমন একটি সুশীতল শ্যামল সুন্দর শান্ত অরবিল গ্রামের ধ্যান-ধারণা বাস্তবায়িত হয়েছে 🙏 সুমন ভাই আপনার শুভ প্রচেষ্টায় এবং প্রাঞ্জল ভাষায় বর্ণনা শুনে মন সত্যি প্রশান্তিতে ভরে গেল দাদা। বৃদ্ধ বয়সে শুধুই মনে হয় শান্তি ছাড়া জীবনের আর কিছুই মূল্য নাই যা আরবিল গ্রামের সর্বত্র ছড়িয়ে আছে। এমন শান্ত সবুজ শুনিবির গ্রাম্য পরিবেশ ও প্রকৃতি মায়ের কোলে বসবাস করার আনন্দের কোন জুড়ি নাই। খুব ভালো থাকবেন ভাই 👍♥️🌹l
  • @sonartori5302
    সুদূর বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে পন্ডিচেরির অরভিল গ্রামের অপূর্ব সুন্দর তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ , বাংলাদেশের বিভিন্ন্য জাগার প্রচুর ঐতিহাসিক ও ,সামাজিক জীবন যাপনের জায়গাও পশ্চিমবাংলার অনেক জায়গা তোমার অডিও ভিডিও ফুটেজ কভার আমাকে খুব মুগ্ধ করেছো , শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ,বিভাস মন্ডল ,নিউ দিল্লী
  • ’অরভিল’ গ্রামের বাসিন্দাদের মানবতার জয়গান ছড়িয়ে পড়ুক বিশ্বময়। জয় হোক মানবতার। ধন্যবাদ সুমন ভাই।
  • আধ্যাত্বিক সাধন — , এরাই খাঁটি মানুষ — সকলের প্রতি — রক্তিম শুভেচ্ছা
  • @Liton76RU
    ২০০২ সালে গিয়েছিলাম। সেই সময় মাতৃমন্দির টি পুরাপুরি তৈরি হয়নি। তখন ও বেশ সুন্দর ছিল। তামিলনাডু টুরিজম কর্পোরেশনের বাসে চেন্নাই থেকে গিয়েছিলাম। তবে বাস ভাড়া দিয়ে গিয়ে ছিলাম।
  • বাংলাদেশে এই একজন ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটার দেখলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম কি সুন্দর বাচনভঙ্গি ও শুদ্ধ ভাষার সঠিক প্রয়োগ । এবং সবকিছুর মাঝেও নিজের শৈল্পিক সত্তার পরিচয় সঠিক ভাবে দেয়া । এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব সংস্কৃতির উপর সম্মান করা সালাউদ্দিন ভাইকে তার যোগ্য জায়গায় পৌঁছে দিয়েছে । ভবিষ্যতে আরো বড়ো ব্যক্তিত্বে পরিণত হবে।।।
  • মানবতা মনুষ্যত্ব মননশীলতার মনন হয়ে উঠুক শান্তি সমৃদ্ধ মানুষের মন। সকলের সর্বত প্রচেষ্টায় সার্থক হোক জীবন দেখছি শুনছি বুঝছি, সৌজন্যে ভাই সুমন।ধন্যবাদ।
  • @Indian-r4e
    আরেকটি ভীষণ সুন্দর প্রতিবেদন যা ভারতবাসী হয়েও জানতামনা , ধন্যবাদ সালাউদ্দিন সুমন দা 🙏🇮🇳🙏
  • প্রণাম জানাই স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, শ্রীল প্রভুপাদজী কে ।বিশ্ব মানবিকতার শান্তির বার্তা যাঁদের দ্বারা সারা পৃথিবীতে ভারতের মুখ উজ্জ্বল হয়ে আছে ।
  • আমরাও সবাই শান্তি চাই আমাদের বাংলাদেশটা এরকম শান্তিতে ভরে যাক আমরাও সবাই সবার পাশে দাঁড়াই সবার ভালোবাসা চাই শুধুই ভালোবাসা ভালোবাসা চাই ধন্যবাদ